ওয়ালি মাহমুদ | মা এন্থোলজি | প্যারিস, ফ্রান্স

ওয়ালি মাহমুদ। পুরো নাম মোহাম্মদ ওয়ালিউর রহমান মাহমুদ। ১৯৭২ সালের ১লা আগস্ট জন্মগ্রহণ করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় ১৯৯০ সালে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা তাঁর বাড়ী রেইড করে। তখন তাঁর দুটি গ্রন্থের পান্ডুলিপি ও স্বৈরাচার বিরোধী, সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ বিরোধী লেখা অনেক কবিতা লুঠ করে নিয়ে যায়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বাংলাদেশে ও ইংল্যান্ডে জনমত তৈরীসহ বিভিন্নভাবে সম্পৃক্ত থাকায় তাঁকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে অপরাজনীতির শিকার হতে হয়। বাংলাদেশে তাঁর পরিবার বিভিন্ন হুমকির শিকার হন। তাঁর পিতা ওয়ালি মাহমুদের জীবন নিয়ে শংকিত ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করেন। সংগ্রাহক হিসাবে প্রাসঙ্গিক তথ্য রণাঙ্গন ’71 বইতে ব্যবহার করা হয়েছে।

তার প্রকাশিত কবিতা, গবেষণা ও সম্পাদিত লিটল ম্যাগাজিনের বইগুলো হলো: ভালোবাসার পোয়তি (১৯৯৯), যৈবতী শোন (১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু, (২০০১),আমি এক উত্তরপুরুষ (২০০২), নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (২০০৭); কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরীর সাহিত্যসম্ভার; কবিয়াল (1992), শিকড় (1994) এবং লোকন লিটল ম্যাগাজিন।

Share Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *