ওয়ালি মাহমুদ | বেতার বাংলা রেডিও | লন্ডন, যুক্তরাজ্য

ওয়ালি মাহমুদ। পুরো নাম মোহাম্মদ ওয়ালিউর রহমান মাহমুদ। বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাতন গ্রামে ১লা আগস্ট ১৯৭২ সালে দেওয়ান ভিলা’য় জন্ম গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করে লাউতা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক এবং সিলেট এমসি কলেজে স্নাতকোত্তর পর্যন্ত লেখাপড়া করেন। আজকে কথা ও কবিতা অনুষ্ঠান নিয়ে, সাহিত্যের অনুষ্ঠান নিয়ে এবং বরাবরের মতোই আমাদের স্টুডিওতে একজন বিশেষ ব্যক্তিত্ব, সাহিত্যকর্মী, একজন কবি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি লন্ডনের সাহিত্যের অঙ্গনে একজন বরেণ্য ব্যক্তি। খুবই তরুণ, কিন্তু কাজে বলব- খুবই প্রবীন। উনি লোকন সাহিত্য পত্রিকার সাথেও খুব সরাসরি যুক্ত। খুবই ইনভলভ।

প্রকাশিত গ্রন্থ: ভালোবাসার পোয়াতি (কোলাজ, ১৯৯৯), যৈবতী শোন (কোলাজ, ১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু Death Of A Sigh (উৎস, ২০০১), আমি এক উত্তরপুরুষ ও I Am The Descendant (উৎস, ২০০২),নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (ম্যাগনাম ওপাস, ২০০৪।

সম্পাদিত লিটলম্যাগ:কবিয়াল (সম্পাদিত, ১৯৯২), শিকড় (সম্পাদিত, ১৯৯৪) ও ইংল্যান্ড এবং বাংলাদেশ থেকে প্রকাশিত লোকন লিটলম্যাগ (২০০৯-১৪) সম্পাদনা করেন।

Share Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *