আলোকিত সমাজ নির্মাণের স্বপ্ন দেখা এক নির্মোহ কাব্যের স্বপ্নচারী- ওয়ালি মাহমুদ, একজন লিটারারি ফেনোমেনন এবং তাঁর কবিতাগুলো হাইলি মেটাফোরিক। তাঁর শব্দশিল্পে ব্যবহৃত নানা শৈলীর ব্যবহার- যা তাঁকে বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল।
প্রকাশিত: ভালোবাসার পোয়তি (১৯৯৯), যৈবতী শোন (১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু, (২০০১),আমি এক উত্তরপুরুষ (২০০২), নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (২০০৭),ডায়াস্পোরা গবেষণা, ইংল্যান্ড:কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরীর সাহিত্যসম্ভার (২০১৩); লিটল ম্যাগাজিন সম্পাদনা: কবিয়াল (1992), শিকড় (1994), লোকন (2009 থেকে) যুক্তরাজ্য ও বাংলাদেশে প্রকাশিত।