ওয়ালি মাহমুদ | টুইন্কলিং অফ স্টারস | এন এন্থলোজি অফ পোয়েটস ফ্রম সার্ক | লিটারমা ইনক (ইন্ডিয়া) ২০২৪

ওয়ালি মাহমুদ,  ১৯৭২ সালের ১লা আগস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেন। বাঙালির ভাষা, বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করেছেন তিনি। উপস্থাপনের মাধ্যম হিসেবে তিনি তার জীবন থেকে নেয়া গল্প অথরা অণুগল্পকে ন্যারেটিভ করেছেন। কখনো প্রতীকী, কখনো মিথ অথবা প্রান্তিক জনপদের যাপিত জীবনের ব্যবহারিক চরিত্রকে নিয়েছেন। হৃদয়ের প্রাপ্তির নানাবিধ কৃতজ্ঞতার সরল ও মানবিকবোধের প্রকাশ পেয়েছে তার সৃষ্টি সমগ্রে।

আলোকিত সমাজ নির্মাণের স্বপ্ন দেখা এক নির্মোহ কাব্যের স্বপ্নচারী। একজন লিটারারি ফেনোমেনন এবং তাঁর কবিতাগুলো হাইলি মেটাফোরিক। তাঁর শব্দশিল্পে ব্যবহৃত নানা শৈলীর ব্যবহার- যা তাঁকে বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল। তাঁর সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩।

Share Now

1 thought on “ওয়ালি মাহমুদ <span class="post-color">|</span> টুইন্কলিং অফ স্টারস <span class="post-color">|</span> এন এন্থলোজি অফ পোয়েটস ফ্রম সার্ক | লিটারমা ইনক (ইন্ডিয়া) ২০২৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *